শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান না করায় ১৭ জনকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৭, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে জনবহুল স্থানে মাস্ক পরিধান না করে চলাচল করায় ১৭ জন ব্যাক্তিকে ১ হাজার ৮৫০ টাকা  জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় সদরের কান্দিরপাড় ও রাজগঞ্জ  এলাকায় করোনার দ্বিতীয় ওয়েভ রোধে  প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে আজ সচেতনতামূলক প্রচারাভিযান ও অভিযান পরিচালনা করা হয় ।

মঙ্গলবার ( ১৭ নভেম্বর ) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি এ কে এম ফয়সাল ও সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ টিম।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করে চলাচল করায় ১৭ জন ব্যাক্তিকে ১ হাজার ৮৫০ টাকা  জরিমানা করা হয়। এছাড়া আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা হয় ও সচেতনতা সৃষ্টি করা হয়

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন,  কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

আর পড়তে পারেন