রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৮.৪২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১১ হাজার ৬২৩ জন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৮, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন শিক্ষার্থী।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ  তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার এক হাজার ৭৭৬টি বিদ্যালয়ের এক লাখ ৮২ হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এদের মধ্যে ছাত্র ৭৭ হাজার ১০০ জন এবং ছাত্রী এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন। উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪৩ হাজার ২১৬ জন। এদের মধ্যে ছাত্র ৬০ হাজার ৭৪৭ জন এবং ছাত্রী এক লাখ ৮২ হাজার ৪৬৯ জন। এবার পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন।

গত বছরের চেয়ে এবারের ফলাফল  অবনতি হয়েছে। গতবার পাসের হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৯ হাজার ৯৯৮ জন।

আর পড়তে পারেন