শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০২২
news-image

 

ইসতিয়াক আহমেদঃ

কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকাল ৯ টায় কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ তাজিয়ার নেতৃত্বে কার্যালয়ে সকল কর্মকর্তা – কর্মচারী এবং জীবিকায়নের প্রশিক্ষণার্থীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ১০ টায় কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ তাজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সদস্য এবং ডে কেয়ার সেন্টারে ৭০ জন কোমলমতি শিশুদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করেন।

কেক কাটার পর প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ তাজিয়ার উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

পরিশেষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা, ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আর পড়তে পারেন