শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড ইউনিটে করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর থেকে শনিবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত সময়ে হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে ২ জন ও করোনা উপসর্গ জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে ২ জনের মৃত্যু হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার দেবিদ্বারের সিদ্দিকুর রহমান(৭৫), সিটি করপোরেশনের আবুল কাশেম (৭৮), মুরাদনগরের আব্দুল বাতেন (৭৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবিনগরের আব্দুল গফুর (৬০)।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ২৩ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১৩১ জন এবং সুস্থ হয়েছেন ৮ জন।

আর পড়তে পারেন