শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা রেলস্টেশন এ ঢাকামুখি যাত্রীদের ভিড়

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩০, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

ঈদের ছুটি একদিন আগে শেষ হলেও রাজধানীতে ফেরার পথে নেই কোনো তাড়া। রাজধানীমুখী যানবাহনে দেখা গেছে যাত্রীর চাপ। সড়ক-মহাসড়কেও গাড়ি কম। ফেরার পথে মানুষের ভিড়, যানজটের ঝক্কি না থাকায় স্বস্তির কথা শোনা গেছে কারো কারো মুখে। এবার ঈদের ছুটি ছিল রোববার থেকে মঙ্গলবার। এর আগে শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় আগেভাগেই ঢাকা ফাঁকা হয়ে যায়। ছুটি শেষে দুইদিন কর্মদিবসের পর আবার শুক্র ও শনিবার সরকারি ছুটি। ফলে অনেকেই ঈদের ছুটির সঙ্গে ওই দুদিন (বুধ ও বৃহস্পতিবার) ছুটি নিয়ে বাড়ি গেছেন। ফলে হাতে যথেষ্ট সময় থাকায় যেন ধীরেসুস্থেই ফিরছে মানুষ। বৃহস্পতিবার (২৯ জুন) কুমিল্লা স্টেশনে আসা ট্রেনগুলোয় ছিল কর্মস্থল ফেরা মানুষের ভিড়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় কুমিল্লা রেলস্টেশন আসে উদায়ন, পাহাড়িকা; এ ট্রেন ছিল যাত্রীতে পূর্ণ। পাহাড়িকা যাত্রী বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা জয়নাল আবেদিন স্টেশন থেকে সরাসরি অফিসে চলে যাবেন বলে জানালেন। তিনি বলেন, ‘অনেক তো মজা করলাম ঈদে। আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়েছে। বেশ ভালো সময় কাটিয়েছি। অফিস শুরু হয়েছে গতকাল। গতকাল আসতে পারি নাই। আজ এখান থেকেই অফিসে চলে যাব।’ সকাল ১০টা ৫০ মিনিটে স্টেশনে আসা জালালাবাদ ভিড় খুব বেশি ছিল না। ট্রেনও সময় মতো ছেড়েছে বলে জানান ঢাকা একটি স্পিনিং মিলের কর্মকর্তা হাসান ইকরাম। সব মিলিয়ে স্বস্তি ঝরেছে তার কণ্ঠে। তিনি বলেন, ‘আমাদের এই ট্রেন চিটাগাং থেকে ছাড়ে। সেখানে যাত্রীর চাপ খুব একটা থাকে না। এছাড়া আগামীকাল, পরশু সরকারি ছুটি থাকায় এখনো সবাই আসা শুরু করেনি। এজন্য ট্রেনে যাত্রী খুব একটা ছিল না, আরামে এসেছি। ট্রেন ছেড়েছে সময়মতো, এখানে ঠিক সময়েই এসেছে।’ ছুটি শেষে ভাই-ভাবী আর নিজের স্ত্রীকে নিয়ে পাহাড়িকা এক্সপ্রেস করে ঢাকায় ফিরেছেন একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সারোয়ার হোসেন। তার কথাতেও পাওয়া গেল একই সুর। সারোয়ার বলেন, ‘ঈদের আগেও অনেক আরামে বাড়ি গিয়েছি। ছুটি শেষ বলে ফিরে এলাম। আবার শুরু হবে কর্মময় জীবন। ফেরার পথেও কোনো ঝামেলা হয়নি।’ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ২০টি ট্রেন কুমিল্লা এসেছে বলে জানান স্টেশন ম্যানেজার। তিনি বলেন, ‘আজকে ঈদের ফিরতি যাত্রার তৃতীয় দিন সকাল থেকেই ট্রেনগুলোয় মোটামুটি ভিড় ছিল। আমরা সবগুলো ট্রেনেই অতিরিক্ত কোচ সংযোজন করেছি। যেকারণে যাত্রীরা ভালোভাবে আসতে পারছে। কোনো ঝক্কি ঝামেলা হচ্ছে না।’ স্টেশন থেকে যাত্রী তুলতে অতিরিক্ত সময় নেয়ায় যাত্রা কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানান সিতাংশু। তিনি বলেন, ‘বিভিন্ন স্টেশন থেকে যাত্রী উঠতে অতিরিক্ত সময় লাগে। যে সময়টা আমাদের টাইম টেবিলে নেই। কোথাও দুই মিনিট স্টপেজ থাকলেও সেখানে ১০-১৫ মিনিটও লেগে যায় যাত্রী তুলতে। সেটার প্রভাবে গাড়িটা বিলম্বে আসে। ছেড়েও যায় দেরি করে।’ লক্ষ্মীপুর থেকে আসা যাত্রী আলমগীর হোসেন জানালেন, ঢাকায় ফিরতে কোনো ঝামেলাই হয়নি। তিনি বলেন, ‘বাড়ি যাওয়ার সময় তো ব্যাপক ভিড় ছিল। টিকেট পেতেও অনেক ঝক্কি পোহাতে হয়েছে। কিন্তু ফেরার সময় কোনো কষ্ট হয়নি। টিকেট পেলাম চাইতেই। রাস্তায়ও কোনো যানজটে পড়ি নাই। খুব দ্রুতই চলে এসেছি।’ ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের চালক জামাল হোসেন জানান, গাড়িতে ভিড় কম। এজন্য কয়েকটি আসন খালি নিয়ে আসতে হয়েছে। শুক্রবার থেকে মানুষের চাপ বাড়বে বলে মনে করেন তিনি। তবে বৃহস্পতিবার বিকাল থেকেই বাসে ঢাকামুখী মানুষের ভিড় বাড়বে বলে জানান কুমিল্লা আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম। তিনি বলেন, ‘আজ পর্যন্ত তেমন ভিড় ছিল না। তবে বিকাল থেকে এটা শুরু হবে। শুক্র, শনি ও রবিবার লোকজন ঢাকায় আসবে বেশি। অনেকেই অগ্রিম টিকেটের জন্য টিকেট বুকিং দিয়ে রেখেছেন।’

আর পড়তে পারেন