শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘বেটউইনার ডটকম’ পরিচালনায় জড়িত অভিযোগে চৌদ্দগ্রাম থেকে ৩ জন গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

অনলাইন জুয়ার সাইট ‘বেটউইনার ডটকম’ পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত বুধবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবু বক্কর সিদ্দিক (৩০), আবদুল্লাহ আল আউয়াল (২৬) ও তোরাফ হোসেন (৩৭)। তাঁদের কাছ থেকে ৬টি মুঠোফোন, ১২টি সিম ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়। রাজধানীর পল্টন থানায় তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে সিআইডি।

সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ বলেন, নিয়মিত পর্যবেক্ষণে বেটউইনার ডটকম নামের বেটিং সাইটটি নজরে আসে। এখানে অনলাইনে বেটিং বা জুয়া খেলা হয়। পরে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখা ছায়া তদন্ত শুরু করে।

তদন্ত শেষে বেটউইনার ডটকমের সঙ্গে যুক্ত কয়েকজনকে শনাক্ত করা হয়। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দোষ স্বীকার করেছেন।

আর পড়তে পারেন