শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদরে র‌্যাবের পৃথক অভিযান: ২৩.৩ কেজি গাঁজাসহ ৩ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৪, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২৩.৩ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৪ অক্টোবর সকালে সদরের গোবিন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯.৫ কেজি গাঁজা’সহ আসমা বেগম (৩৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হওয়া মাদক ব্যবসায়ী আসমা বেগম কুমিল্লা সদরের শাসনগাছা পশ্চিম রেসকোর্স গ্রামের মৃত. আব্দুল ওহিদ এর মেয়ে।

এদিকে ১৩ অক্টোবর সকালে সদরের সৈয়দপুর (ভেজবাড়ী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩.৮ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরফকিয়া গ্রামের মোঃ খুরশিদ আলম এর ছেলে মোঃ মেহেদী হাসান @বাবু (৩৬) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ইছাপুরা (হাজী বাড়ী) গ্রামের মৃত মেহেরউল্ল্যা এর ছেলে আব্দুল কুদ্দুছ পাটোয়ারী@রোমান (২৩)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

এ দুটি ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

 

আর পড়তে পারেন