বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লাসহ ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১২, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা। ভূমিকম্পের কারণে দেশের উত্তরাঞ্চল থেকে ঢাকা পর্যন্ত অংশে কম্পন অনুভূত হয়েছে।

বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিনুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।’

মুমিনুল আরো জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৯৩ কিলোমিটার উত্তরে সীমান্ত লাগোয়া উত্তর-পূর্ব ভারতের আসামে। এর গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।

এদিকে দেশের নেত্রকোনা, পাবনা, সিলেট, লালমনিরহাট, পঞ্চগড় জেলায় মৃদু ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এ সময় লোকজন আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে।

এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল ও কলকাতায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

আর পড়তে পারেন