বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমেকের ছাত্রাবাস থেকে ককটেলসহ শিবিরের ৮ নেতাকর্মী ও সমর্থক আটক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৬, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দুই ছাত্রাবাস থেকে দুটি ককটেল ও দেশীয় অস্ত্রসহ কুমেক শাখা শিবিরের সভাপতিসহ ৮ জনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার গভীররাতে কোতয়ালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। রবিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া নেতাকর্মীরা হলেন, কুমেক শাখা শিবিরের সভাপতি শাকিল বিন ওয়ালী, শিবির নেতা তানজিমুল হক, শিবির কর্মী নজরুল ইসলাম ফরহাদ, শিবির কর্মী মুজাহিদুল ইসলাম, শিবির কর্মী শাহলম মিয়া, শিবির কর্মী শহীদুল ইসলাম, শিবির সমর্থক স্থানীয় দোকানদার মোঃ সৈয়দ আহমেদ ও মোঃ আবুল হাশেম।

কোতয়ালী থানা পুলিশের ইন্সপেক্টর(তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমেকের শেখ রাসেল ও শাহ আলম বীরউত্তম ছাত্রাবাসের অিভিযান পরিচালনা করে গোপন বৈঠক থেকে ২টি ককটেল, ২টি রামদা, একটা  কিরিচ ও একটি রড কাটার রেনজসহ তাদের আটক করা হয়।

আর পড়তে পারেন