রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমেক হাসপাতালে দুই দিনে করোনা উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৯, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুই দিনে  চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন।

২৮ জুন দুপুর থেকে ২৯ জুন সকাল পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা। মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার চান্দিনার রাফিয়া (৬৫), আতিকা রেজি (৬৭), বরুড়ার তোফাজ্জল হোসেন (৫০), সেলিমুল ইসলাম ভূইয়া, সদরের বিলকিস বেগম (৪৫), মমতাজ বেগম (৫৫) ও আবু তাহের (৬০)।

২৭ জুন বিকেল থেকে ২৮ জুন সকাল পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৬ জন। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা। মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার রাহেলা বেগম, মোস্তফা, নাছিমা বেগম, ফরিদ উদ্দিন, মোসলেম মিয়া এবং চাঁদপুরের মোতাহের হোসেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রাণী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন