শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুসিক নির্বাচন।। সদর দক্ষিণের অবহেলিত ৯ ওয়ার্ড, বেকায়দায় পড়তে পারে সাক্কু

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৩, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সিটি কর্পোরেশনে সদরের ১৮ ওয়ার্ড ও সদর দক্ষিণের ৯ ওয়ার্ড অর্ন্তভুক্ত। গত ৫ বছরে শহরের ১৮টি ওয়ার্ডে টুকটাক কিছু কাজ হলেও সদর দক্ষিণের ৯টি ওয়ার্ড ছিল পুরোপুরি অবহেলিত। তেমন কোন উন্নয়নমূলক কাজ হয়নি। আর মনিরুল হক সাক্কুও মেয়রের দায়িত্ব পালনকালেও তেমন একটা ওই এলাকায় যাননি। ফলে জনঅসন্তোষ ব্যাপক আকার ধারণ করেছে। ফলে এ ৯ ওয়ার্ডে সাক্কুর ভোটব্যাংকে বিরূপ প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারে মেয়র প্রার্থী সীমা।
২১ নং ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার বলেন, গতবছর সাক্কুকে ভোট দিয়েছিলাম। কিন্তু এখন আমরা হতাশ। কোন উন্নয়ন মূলক কাজ হয়নি এ ওয়ার্ডের। জানিনা কেন এমন হলো। এর পেছনে হয়তো বিএনপির অর্ন্তকোন্দলেরও কারন থাকতে পারে। তবে এবার সব কিছু বিবেচনা করেই ভোট দিবো।
গত ২০ মার্চ সদর দক্ষিণের ২২ নং ওয়ার্ডের বড় দুর্গাপুর এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু নির্বাচনী গণসংযোগে গেলে জনরোষের সম্মুখীন হন। এ সময় স্থানীয়রা তাকে ঘিরে ধরে এলাকার সমস্যার কথা তুলে ধরে বলেন, এখানকার রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। রাস্তায় বাতিও জ্বলেনি। ড্রেনের কাজও হয়নি । বৃষ্টি হলে হাটু সমান পানি থাকে। আপনিও ৫ বছরে এখানে আসেননি।
এ সময় সাক্কু বলেন, আপনাদের ওয়ার্ডের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পর কাজ শুরু হবে। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। সামনে আপনাদের ওয়ার্ডের উন্নয়ন কাজ হবে।

আর পড়তে পারেন