সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কু‌মিল্লায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন অব‌হিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সে‌মিনার অনু‌ষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৭, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অব‌হিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সে‌মিনার অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহ‌যো‌গিতায় কুমিল্লা জেলা প্রশাসন এ অব‌হিতকরণ সে‌মিনা‌রের আ‌য়োজন ক‌রে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কু‌মিল্লা জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে এ সে‌মিনার অনু‌ষ্ঠিত হয়।

অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মোহাম্মদ শাহাদাত হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত এ সে‌মিনা‌রে পাওয়ার প‌য়ে‌ন্ট প্রেজে‌ন্টেশ‌নের মাধ‌্যমে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন দিক তু‌লে ধ‌রেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লার সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম।

বক্তারা আই‌নের ক‌ঠোর প্রয়োগের পাশাপা‌শি অ‌ধিকার আদা‌য়ে সকল‌কে সোচ্চার হওয়া‌র প্রয়োজনীয়তা ব‌্যক্ত ক‌রেন। অনুষ্ঠা‌নে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (অপরাধ)  খন্দকার আশফাকুজ্জামান বি‌পিএম, ডেপু‌টি সিভিল সার্জন ডা. নিসর্গ মিরাজ, অতি‌রিক্ত জেলা ম‌্যা‌জি‌স্ট্রেট শিউ‌লি রহমান তি‌ন্নি, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব‌্যবস্থাপনা) মো: মোশা‌রেফ হো‌সেন, জাতীয় নিরাপত্তা গো‌য়েন্দা সংস্থার উপপরিচালক এ‌কেএম মাহফুজুর রহমান, র‌্যাব ১১ এর ডিএ‌ডি ম‌ফিজুল ইসলাম, সমাজ‌সেবার উপপ‌রিচালক জেডএম মিজানুর রহমানসহ বি‌ভিন্ন দপ্ত‌রের প্রধানগণ উপ‌স্থিত থে‌কে বক্তব‌্য রা‌খেন।

এছাড়াও কু‌মিল্লা চেম্বা‌রের প্রতি‌নি‌ধি, কুমিল্ল‌া দোকান মা‌লিক স‌মি‌তি, হো‌টেল-‌রে‌স্তোরা মা‌লিক স‌মি‌তি, বেকা‌রি মা‌লিক স‌মি‌তি, ইটভাটা মা‌লিক স‌মি‌তি, হাইও‌য়ে হো‌টেল মা‌লিক স‌মি‌তি, মি‌ষ্টি ব‌্যবসায়ী স‌মি‌তি ও মহানগরীর বি‌ভিন্ন বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ উপ‌স্থিত থে‌কে আইন‌টি বাস্তবায়‌নে তা‌দের মতামত তু‌লে ধ‌রেন। অনুষ্ঠা‌নে আরও বক্তব‌্য রা‌খেন জেলা আনসার ও ভি‌ডি‌পির সা‌র্কেল অ‌্যাডজুট‌্যান্ট মো: ম‌নির‌ুল ইসলাম, বি‌সি‌কের ডি‌জিএম মুনতা‌সির মামুন, বেকা‌রি মা‌লিক স‌মি‌তির সহসভাপ‌তি মিজানুর রহমান, চেম্বা‌রের প‌রিচালক জামাল আহ‌মেদ, দোকান মা‌লিক স‌মি‌তির সে‌ক্রেটা‌রি আ‌তিক উল্লাহ খোকন, কৃ‌ষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকা‌রিয়া, ইটভাটা‌ মা‌লিক স‌মি‌তির আ. ম‌তিন, জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার আব্দুল মান্নান, দোকান মা‌লিক স‌মিতির সভাপ‌তি সানাউল হক প্রমুখ।

সভাপ‌তি জনবান্ধব আইন‌টি বাস্তবায়‌নে নিয়‌মিত অ‌ভি‌যান প‌রিচালনার জন‌্য ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের প্রশংসা ক‌রেন এবং জনব্ন্ধব আইন‌টি বাস্তবায়‌নে সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন। সে‌মিনা‌রে বিভিন্ন বেসরকা‌রি প্রতিষ্ঠা‌নের প্রতি‌নি‌ধি, বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেক‌ট্রনিক মি‌ডিয়‌ার সাংবা‌দিকবৃন্দ, সুশীল সমা‌জের প্রতি‌নি‌ধি, ছাত্র/ছাত্রী ও ভোক্তা সাধারণ উপ‌স্থিত থেকে তা‌দের মতামত তু‌লে ধ‌রেন।

আর পড়তে পারেন