শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণ নেই, চাহিদার চেয়ে অনেক বেশি মজুদ আছে: তোফাজ্জল

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১২, ২০২৩
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ইতিমধ্যে সব ধরণের নির্দেশনা দেয়া হয়েছে। সবমিলিয়ে রমজানকে সামনে রেখে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। কেউ অযৌক্তিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এজন্য সারাদেশে কঠোরভাবে মনিটরিং করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আজ রোববার ১২ মার্চ রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি একথা বলেন।

তিনি বলেন, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কোন কারণ নেই। চাহিদার চেয়ে অনেক বেশি পণ্য মজুদ রয়েছে।

মুখ্য সচিব বলেন, বিগত কয়েক বছরের চেয়ে এবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুদ সর্বোচ্চ। টিসিবি দু’ধাপে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রি করবে। এসব কারণে খাদ্য দ্রব্যের মূল্য স্বাভাবিক থাকবে।

বৈঠকে এসময় পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সেহেরি ও ইফতারের সময় বিদ্যুৎ যেন না যায়, সেই নির্দেশনা দেয়া হয়।

আর পড়তে পারেন