শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় “আলোর ফেরিওয়ালা” সদ্য নির্মিত বৈদ্যুতিক লাইনে স্পট মিটারিং

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৯, ২০২০
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় “আলোর ফেরিওয়ালা” সদ্য নির্মিত বৈদ্যুতিক লাইনে স্পট মিটারিং কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে বরুড়া মাছ বাজার সংলগ্ন নতুন গলীতে হাজী মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোটা. কামাল হোসেন, বরুড়া পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ জালাল উদ্দীন, বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিংকন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আবু নোমান, অাওয়ামীলীগ নেতা আকতার হোসেন, জুয়েলারি ব্যাবসায়ী আবুল কালাম, এজিএম কম আবু ইউছুফ প্রমুখ।

বক্তারা বলেন, সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। বিদ্যুতের জন্য অফিসে যেতে হয় না। কারন আলোর ফেরিওয়ালা বাড়ি গিয়ে জামানত গ্রহনের মাধ্যমে সংযোগ প্রধান করছে। এ উদ্যোগ অভ্যাহত থাকবে।

আলোচনা শেষে অতিথিবৃন্দরা ২০টি স্পট মিটার ও সংযোগ উদ্বোধন করেন।

আর পড়তে পারেন