বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সেভ দ্য ফিউচার কুমিল্লার উদ্যোগে জিলা স্কুলে  বৃক্ষরোপণ কর্মসূচী পালন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১০, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

সেভ দ্য ফিউচার ,কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে জেলার ঐতিহ্যবাহি বিদ্যাপীঠ কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে  বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা বেগম।

এ সময় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ,কুমিল্লা মহানগর শাখার  সদস্য মো: সাইফুল ইসলাম ভূইয়া, ডা. খন্দকার আবু সাইদ, অভিজিৎ সরকার রামু, হাসান শাকিল ও সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু।

সেভ দ্য ফিউচার ,কুমিল্লা মহানগর শাখার  স্বেচ্ছাসেবিরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। সারা বিশ্বের জলবায়ু এখন হুমকির সম্মুখীন। তাই জলবায়ু রক্ষার্থে বৃক্ষরোপণ করতে হবে। এরই অংশ হিসেবে আমরাও বৃক্ষরোপণ করে যাচ্ছি। কুমিল্লা জিলা স্কুলের স্বনামখ্যাত বিদ্যাপিঠে বৃক্ষরোপণ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আর পড়তে পারেন