সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খোলা ট্রাকে বালু-সিমেন্ট বহন করলেই আইনি ব্যবস্থা : পরিবেশমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৪, ২০২৪
news-image

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকায় খোলা ট্রাকে বালু-সিমেন্ট বহন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বুধবার বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই’র সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বায়ুদূষণ বন্ধ করতে হলে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। যেটা এতদিন ছিল না। যারা বায়ুদূষণের জন্য দায়ী তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জরিমানার পাশাপাশি আইনের আওতায় আনা হবে।

সাবের হোসেন চৌধুরী বলেন, বায়ুদূষণ কমাতে ১০০ দিনের কর্মসূচি হিসেবে ঢাকার চারপাশের ৫০০ অবৈধ ইটভাটা ভেঙে ফেলবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ঢাকার চারপাশে অবৈধ ইটভাটার সংখ্যা আছে একহাজার। আর সারা দেশে আছে দুই হাজার অবৈধ ইটভাটা। এগুলো ধীরে ধীরে সব ধ্বংস করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের জলবায়ু উন্নয়ন ও জীববৈচিত্র্য উন্নয়নে আর্থিক এবং কারিগরি সহায়তা করবে ফ্রান্স। বাংলাদেশের যে কোনো প্রয়োজনে বন্ধু হয়ে পাশে থাকবে দেশটি।

আর পড়তে পারেন