শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চকবাজারে অস্ত্রবাজির ঘটনার পলাতক আসামি রবিন ও সোহেল গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
মে ৯, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর চকবাজারে আলোচিত অস্ত্রবাজির ঘটনার পলাতক আসামি রবিন ও সোহেলকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ, ডিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টিম।

রবিবার রাতে নগরীর  ১৮ নম্বর ওয়ার্ডের কাটাবিল ও নুরপুর হাউজিং এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রধারীদের গ্রেফতারে ব্লক রেইড করা হয়। এ সময় কাটাবিল এলাকা হতে সন্ত্রাসী সোহেল ও রবিন ( চকবাজারে অস্ত্রবাজির ঘটনায় পলাতক) কে দেশীয় অস্ত্রসহ আটক করা হয় ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া রবিন কুমিল্লা নগরীর চকবাজার এলাকার মৃত. মাহে আলমের ছেলে এবং সোহেল মিয়া বালুতুপা এলাকার মৃত. আবুল হোসেনের ছেলে।

জানা যায়, সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৫ টি এবং রবিনের বিরুদ্ধে ০২ টি মামলা রয়েছে। এসময় তাদের কয়েকজন সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের বিরদ্ধে কোতয়ালি থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে এধরনের ব্লক রেইড অব্যহত থাকবে বলে পুলিশ জানায়।

আর পড়তে পারেন