শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চল্লিশ বছরেও পাকা হয়নি দাউদকান্দির চশই সড়কটি, দুর্ভোগে হাজারও মানুষ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৫, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

চল্লিশ বছরেও পাকা হয়নি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চশই সড়কটি। সামান্য বৃষ্টিতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে করে ওই গ্রামসহ আশপাশের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

সরেজমিন ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার পিতাম্বদি-বরকোটা সড়কের (চশই মিয়াজি বাড়ি থেকে চশই হাই স্কুল পর্যন্ত) কাচা রাস্তাটি দৈর্ঘ্য দুই কিলোমিটার। এ দুই কিলোমিটার রাস্তাটি ওই এলাকার দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়। রাস্তা দিয়ে নিয়মিত ভ্যান, অটোরিকশা, ভটভটি, ট্রাক্টর, পাওয়ারট্রলিসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।

এছাড়াও রাস্তাটি দিয়ে চশই উচ্চ বিদ্যালয় ও চশই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটিতে কাদা-পানি থাকার শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারে না শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দা মাহবুবুল আলম পরান বলেন, সরকার বড় রাস্তাসহ উপজেলার ছোট রাস্তা পাকাকরণ করলেও এ সড়কটি অবহেলায় পড়ে আছে। স্থানীয় প্রশাসন বেশ কয়েকবার মেপে গেলেও রাস্তাটি পাকা হচ্ছেনা।

চশই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টিতেই রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রী চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। দ্রুত রাস্তাটি পাকাকরণ করা হোক।

উপজেলার মারুকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমান তালুকদার জানান, গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দ্রুত পাকাকরণের ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।

এ বিষয়ে এলজিইডির (স্থানীয় সরকার প্রকৌশলী) দাউদকান্দি উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মাহাবুবুর রহমান জানান, রাস্তাটি পাকাকরণের কাজ প্রক্রিয়াধীন। বিল পাস হলে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হবে।
সূত্র-জা:নি

আর পড়তে পারেন