রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরের চার উপজেলায় করোনায় আক্রান্ত আরও ১০ জন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৯, ২০২১
news-image

 

মাসুদ হোসেনঃ

করোনা ভাইরাসে চাঁদপুরে নতুন করে আরো ১০ জন আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তিরা শুধুমাত্র চাঁদপুর সদরে ৬ জন, ফরিদগঞ্জে ২ জন, হাইমচরে ১ জন ও হাজীগঞ্জে ১ জন।

এ পর্যন্ত চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ২৯শ’ ছাড়িয়েছে। শুক্রবার (১৯ মার্চ) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ২ হাজার ৯৩০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৫৭ জন। বাকী ৮৩ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৮৯ জনের মধ্যে চাঁদপুর সদরে ২৯, ফরিদগঞ্জে ১৪, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৪ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার (১৯ মার্চ) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২ হাজার ৯৩০ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১ হাজার ২৮৪, হাইমচরে ১৭৭, মতলব উত্তরে ২১৩, মতলব দক্ষিণে ৩০৯, ফরিদগঞ্জে ৩১৯, হাজীগঞ্জে ২৫৩, কচুয়ায় ১০৮, ও শাহরাস্তিতে ২৬৭ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ শুক্রবার এক প্রেস নোটে জানান, দিনের প্রাপ্ত কোন নমুনা সংগ্রহ হয়নি। দিনের প্রাপ্ত রিপোর্ট ৯৩টি। এর মধ্যে ১০টি পজেটিভ ও ৮৩টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৫৪৫ টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ১৮ হাজার ৪৮৯ টি। অপেক্ষমান রিপোর্ট ৫৬টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২ হাজার ২৮৯ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ২৭১ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৮জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১৪ হাজার ৯৮১ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৩০৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৭৪ জন।

আর পড়তে পারেন