শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদপুরের ৫ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৪, ২০২৫
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। এর মধ্যে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনেও বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নাম ঘোষণা করেন।

চাঁদপুর জেলার বিএনপির প্রার্থীরা হলেন- চাঁদপুর-১ (কচুয়া) আসনে মনোনীত হয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনীত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদ, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মনোনীত হয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক।

তবে এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেছেন দলীয় নেতাকর্মীরা। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে সমাবেশে মিলিত হয়।

আর পড়তে পারেন