শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে প্রথমবারের মতো শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য মেলা ‘গলিয়া’

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৩, ২০১৮
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
বাংলা নববর্ষকে বর্ণিল করতে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই প্রথমবারের মতো শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য গ্রামীণ মেলা ‘গলিয়া’।

শুক্রবার (১৩ এপ্রিল) শুরু হয়েছে দুই দিনব্যাপী এ মেলা।

মেলায় রয়েছে বাউল গান, গাজির পট, পুথিপাঠ, জারি-সারি গান, বায়স্কোপ, পালকিতে বর কনে সাজা, সাপ ও বেজির খেলা, গোল্লাছুট, হা ডু ডু, মার্বেল খেলা ইত্যাদি। এছাড়াও মাটর হাড়ি পাতিলসহ তৈজসপত্র সংসারের প্রযোজনীয় টুকিটাকি, খেলনা, কাঁচের চুড়ি, বেলুন, চিড়া, মুড়ি, খই, জিলাপিসহ হরেক রকমের আসবাবপত্র।
আয়োজক কমিটির আহবায়ক অ্যাডভোকেট সেলিম আকবর জানান, বাঙ্গালী সংস্কৃতির শত বছরের ঐতিহ্য গ্রামীণ বৈশাখী উৎসব গলিয়া কালের আবর্তে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। ঐতিহ্য রক্ষায় এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এ আয়োজন করা হয়।

আর পড়তে পারেন