শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে স্বাস্থ্যকর্মীদের অবহেলায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠী

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৬, ২০১৮
news-image

মাসুদ হোসেন, চাঁদপুর :
গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশে কমিউনিটি ক্লিনিক গড়ে তোলে সরকার। এ লক্ষ্যে এসব ক্লিনিকে জনবলও বাড়ানো হয়েছে। তবে তা কোনো কাজে আসছে না। অধিকাংশ সময়ই এ ক্লিনিক বন্ধ থাকছে বলে অভিযোগ। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় লোকজন।

বৃহষ্পতিবার (৫ জুলাই) সকাল ১১টা ১০ মিনিটে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের কামরাঙ্গা কমিউনিটি ক্লিনিকে দেখা যায় দরজায় তালাবদ্ধ। খোঁজ নিয়ে জানা যায়, এখনো কোন স্বাস্থ্য কর্মীরা আসেনি ক্লিনিকে। বাহিরে সেবা নিতে আসা কয়েকজন রোগীর উপস্থিতি। অথচ সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত খোলা রাখার নিন্দেশ থাকলেও পৌনে ১২টা পর্যন্ত খোলা হয়নি উক্ত ক্লিনিকটি। এ বিষয়ে অত্র ক্লিনিকের সিএইচসিপি মর্জিনা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে না পাওয়ায় ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাহমিনা বেগমের সাথে কথা হয়। তিনি দৈনিক আজকের কুমিল্লাকে জানান, সিএইচসিপি মর্জিনা আক্তারের বাড়িতে লোক মারা যাওয়ায় তিনি আমাকে মোবাইলে অবহিত করেন। তার কর্মস্থলে রোগীদের সেবা দেওয়ার জন্য ইউনিয়ন পরিবারকল্যাণ সহকারী (এফডব্লিওএ) রাবেয়া আক্তারকে বলা হয়। অথচ তিনি ক্লিনিক খোলেন সকাল ১১টা ৫০ মিনিটে এবং বন্ধ করে যান প্রায় দুপুর ১টায়। এমনটাই জানালেন এলাকাবাসী। পরবর্তীতে সিএইচসিপি মর্জিনা আক্তারের সাথে কথা হলে তিনি জানান, আমার বাড়িতে লোক মারা যাওয়ায় আমি সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাহমিনা বেগমকে জানাই। এবং তিনি ক্লিনিক খোলার বিষয়ে এফডব্লিওএ রাবেয়া আক্তারকে বলেন।

এলাকাবসীর সাথে কথা হলে তাঁরা অভিযোগ করে বলেন, প্রায় সময়ই ক্লিনিকটি বন্ধ থাকে। যথা সময়ে খোলা হচ্ছে না এ প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রটি। আজ সাপ্তাহের শেষ দিন কিন্তু এখনো কেউ আসেনি। আর এ যদি হয় গ্রামের প্রাথমিক স্বাস্থ্যসেবার চিত্র, তাহলে সরকারের কাঙ্খিত লক্ষ্য ও উদ্দেশ্যে পৌছতে পারবে না। পূরণ হবে না বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন। ১৯৯৮ সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে কমিউনিটি ক্লিনিকে যাদের চাকরি দিয়েছেন তাদের যদি হয় এই অবস্থা তাহলে সরকারের প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেনা গ্রামীণ জনগোষ্ঠী।

আর পড়তে পারেন