শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে স্মার্টফোন কিনে না দেয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১২, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরে স্মার্টফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সোহাগ (১৪) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১১ জুন) জুমার নামাজের সময় চাঁদপুর সদর উপজেলার ১০নং লহ্মীপুর মডেল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোহাগ ওই গ্রামের সোনা মিয়া গাজীর ছেলে।

নিহত সোহাগের স্বজনরা জানান, কয়েকদিন ধরে স্মার্টফোন কিনে দেয়ার আবদার করে আসছিল সোহাগ। শুক্রবার ফোন কিনে নেয়ার কথা ছিল। তবে ফোন কিনে না দেয়ায় জুমার নামাজের একটু আগে সে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আনিছুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আর পড়তে পারেন