শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনা : প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেয়া হলো না ২ জনের

আজকের কুমিল্লা ডট কম :
মে ২০, ২০২২
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৫ জন হতাহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইট ও সিমেন্টবাহী হাইড্রোলিক পিকআপ ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হওয়া আরেক পুরুষ যাত্রী হাসাপাতালে নেয়ার পথেই মারা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়াও বাকী যাত্রী ও সিএনজি চালকের অবস্থাও খারাপ।

ঘটনাস্থলে নিহত যাত্রী হাজীগঞ্জ উপজেলার বলাখালের বাসিন্দা মোঃ মাহবুবুল আলমের মেয়ে ফাতেমা আলম। তিনি চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য চাঁদপুর যাওয়ার পথেই এ দুর্ঘটনার শিকার হন। ধারনা করা হচ্ছে নিহত যাত্রীসহ অন্যান্য যাত্রীরাও প্রাথমিক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য চাঁদপুর যাচ্ছিল।

অন্য নিহত পুরুষ যাত্রী একই উপজেলার সৈয়দপুর পাটওয়ারী বাড়ির মোঃ আবদুল্লাহ পাটওয়ারী (২৭)। তিনিও পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে চাঁদপুর যাচ্ছিল।

আর পড়তে পারেন