শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুর জেলাজুড়ে নতুন করে আরো ৪৭ জন করোনায় আক্রান্ত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৯, ২০২১
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে করোনা ভাইরাসে নতুন করে আরো ৪৭ জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা চাঁদপুর সদরে ২৪ জন, হাইমচরে ১জন, ফরিদগঞ্জে ১জন, হাজীগঞ্জে ৬জন, কচুয়ায় ৭জন ও শাহরাস্তিতে ৮জন। এ পর্যন্ত চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮শ’ ছাড়িয়েছে।

রবিবার (১৮ এপ্রিল) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৩ হাজার ৮২৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ১১৭ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬০৭ জন।

জেলায় মৃত ১০৪ জনের মধ্যে চাঁদপুর সদরে ৩৬, ফরিদগঞ্জে ১৬, হাজীগঞ্জে ১৮ জন, শাহরাস্তিতে ৯জন, কচুয়ায় ৭ জন, মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৫ জন ও হাইমচরে ২ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, রবিবার (১৮ এপ্রিল) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৩ হাজার ৮২৮ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১ হাজার ৭৮৫, হাইমচরে ২০৪, মতলব উত্তরে ২৬৪, মতলব দক্ষিণে ৩৫৯, ফরিদগঞ্জে ৪০২, হাজীগঞ্জে ৩৫৭, কচুয়ায় ১৪০, ও শাহরাস্তিতে ৩১৭ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ শনিবার এক প্রেস নোটে জানান, দিনের প্রাপ্ত রিপোর্ট ৯০ টি। এর মধ্যে ৪৭টি পজেটিভ ও ১৪৩ টি নেগেটিভ। এ পর্যন্ত প্রেরণকৃত নমুনার সংখ্যা ২৩ হাজার ৩১১ টি। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২৩ হাজার ১০৯ টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২ হাজার ৭৬৯ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৭৩৭ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩২জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১৮ হাজার ৫৭৩ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৭৪৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৮৩০ জন।

আর পড়তে পারেন