শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় রবিবারে আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় রবিবারে নতুন করে আরও ৪৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭৬ জনে।

আজকের রিপোর্টে কোনো মৃত্যু দেখানো হয়েনি। ফলে মৃত্যুর সংখ্যা ১৪৬ জন রইলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১৯ জন, লাকসামে ২ জন, দাউদকান্দিতে ১ জন, চৌদ্দগ্রামে ৫ জন, মনোহরগঞ্জে ৭ জন, বুড়িচংয়ে ৭ জন, দেবিদ্বারে ৪ জন, নাঙ্গলকোটে ২ জন ও ব্রাহ্মণপাড়ায় ১ জন।

আজকের রিপোর্টে ১৬ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা মনোহরগঞ্জের ৯ জন, দেবিদ্বারের ৫ জন ও নাঙ্গলকোটের ২ জন।

রবিবার (২ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪৩৩ জন, মুরাদনগর ৩০২ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৫২৮ জন, লাকসামে ৩৬০ জন, চান্দিনায় ২৫৩ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৭০ জন, বরুড়ায় ২২৪ জন, বুড়িচংয়ে ২৫১ জন, মনোহরগঞ্জে ১৬৯ জন, ব্রাহ্মণপাড়ায় ৭৪ জন, নাঙ্গলকোটে ৩৬৬ জন, হোমনায় ১০০ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৯ জন, লালমাইয়ে ৯৮ জন, চৌদ্দগ্রামে ৫১৪ জন, আদর্শ সদরে ১৯২ জন, মেঘনায় ৬২ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৬ হাজার ১২৫ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৫ হাজার ৪৫১ জনের। এর মধ্যে ৫ হাজার ৫৭৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৪৬ জন এবং সুস্থ হয়েছে ৩ হাজার ৯৫৯ জন।

আর পড়তে পারেন