শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চাদঁপুরে খামারের বর্জ্য থেকে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে স্বাবলম্বী ফজলুর রহমান

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩০, ২০২০
news-image

শাহরাস্তি সংবাদদাতা:

শাহরাস্তির রায়শ্রী দক্ষিন ইউনিয়নের ২নং ওয়াড বিজয়পুর হাটখোলা খাঁন বাড়ীর মৃত: ওমর আলীর পুত্র ও খাঁন এগ্রো ফামের স্বত্তাধিকারী ফজলুর রহমান খাঁন খামারের বর্জ্য থেকে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরী করে এলাকায় সাড়া ফেলেছেন। নিজস্ব উদ্যোগে গড়ে তোলা এ বায়োগ্যাস প্ল্যান্ট নিজের গ্যাসের প্রয়োজন মিটিয়ে স্থানীয় ১৫ টি পরিবারের মাঝে মাসিক ১২ শত টাকা হারে এ গ্যাস সংযোগ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে খাঁন এগ্রো ফামের সও্বাধিকারী ফজলুর রহমান খাঁন জানান, দীঘ ৫ বৎসর পুবে স্বল্প পরিসরে এ খামারের যাএা শুরু করি। বতমানে ৭ হাজার লেয়ার,৫টি মাছের ঘের, ও গরুর খামার রয়েছে। প্রতিদিন এ খামার থেকে সাড়ে ৫ হাজার ডিম,উৎপাদন বিক্রি করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য ও দুষণ রোধে খামারের বর্জ্য চারপাশে না ফেলে, স্বাস্থ্য সম্মত বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এতে করে পরিবেশের সুরক্ষা, নিজের পরিবার, আশপাশের লোকজনের জ্বালানী চাহিদা মিটিয়ে আর্থিকভাবে উপকৃত হচ্ছি।

আর পড়তে পারেন