শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুর জেলায় ১৮ লাখ ৫ হাজার ৯২৬ জন ভোটার ভাগ্য নিয়ন্ত্রণ করবেন প্রার্থীদের

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে ১৮ লাখ ৫ হাজার ৯২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৬ হাজার ৪৭৩ জন আর নারী ভোটার ৮ লাখ ৮৯ হাজার ৪৫৩ জন। নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ১৩ লাখ ২১ হাজার ৬২০ জন। অর্থাৎ গত ১০ বছরে নতুন ভোটার বেড়েছে ৪ লাখ ৮৪ হাজার ৩০৬ জন।

চাঁদপুরে ভোটার সংখ্যা ১৮ লাখ ৫ হাজার ৯২৬ জন, যা ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ছিল ১৫ লাখ ৩২ হাজার ৫৭৩ জন। আর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৩ লাখ ২১ হাজার ৬২০ জন। অর্থাৎ গত ১০ বছরে চাঁদপুরে নারী ও পুরুষ ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৮৪ হাজার ৩০৬ জন।

বর্তমানে চাঁদপুরের ভোটারদের মধ্যে চাঁদপুর-১ আসনে পুরুষ ভোটার ১ লাখ ৩৩ হাজার ৭৫১ জন, নারী ভোটার ১ লাখ ৩১ হাজার ৭১৩ জন। চাঁদপুর-২ আসনে পুরুষ ভোটর ১ লাখ ৯৮ হাজার ১৫১ জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৪২৮ জন। চাঁদপুর-৩ আসনে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৭৫২ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ৮৩ জন। চাঁদপুর-৪ আসনে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৭২৪ জন, নারী ভোটার ৫১ হাজার ৯৬১ জন। চাঁদপুর-৫ আসনে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ১৩১ জন, নারী ভোটার ২ লাখ ৩ হাজার ২১৯ জন।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সবগুলো আসনেই।

আর পড়তে পারেন