শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাদাঁ না পেয়ে বুড়িচংয়ে শিক্ষককে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে ছাত্ররা!

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১২, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদরে অবস্থিত ফজলুর রহমান মেমোরিয়্যাল অব টেকনোলজি কলেজের গণিত শিক্ষক দেলোয়ার হোসেনকে ছাত্ররা পিটিয়ে হাঁত ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১১ আগস্ট) রাত ৮টায় উপজেলার অফিস সড়কে সোনালী ব্যাংক সংলগ্নে ঘটনাটি ঘটে।

আহত দেলোয়ার হোসেনকে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ওই শিক্ষকের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার মান্দারীপুর এলাকায়। সে এই কলেজের দীর্ঘদিন ধরে শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন।

জানা যায়, জেলার বুড়িচং উপজেলার সদরের ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি কলেজের দেলোয়ার হোসেনের কাছে কয়েকদিন পূর্বে কিছু প্রাক্তন ছাত্র ওই শিক্ষকের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়াতে ক্ষীপ্ত হয়ে ওই ছাত্ররা শনিবার রাত ৮ টায় সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় শিক্ষকের সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে হাঁত ভেঙ্গে তারা পালিয়ে যায়।

বুড়িচং থানার উপ-পরিদরশক (এস আই) মো. কামাল বলেন, আমি এই খবর শুনে ঘটনাস্থলে যাই । অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

আর পড়তে পারেন