বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দির জুরানপুর ও বরকোটা কলেজে ওরিয়েন্টেশন ও নবীনবরণ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১, ২০১৯
news-image

 

জাকির হোসেন হাজারিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ও বরকোটা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ ও নবীনবরণ অনুষ্টিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় জুরানপুর কলেজ মাঠে অধ্যক্ষ শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং কলেজের প্রতিষ্টাতা মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের হাল ধরবে। দেশ-জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকেই সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও দক্ষ জনসম্পদ হিসেবে যতেœর সাথে গড়ে তুলতে হবে। তাদের সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখাতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত শিক্ষাসহ জ্ঞান-বিজ্ঞানের মহাসড়ক শিক্ষার্থীদের সামনে উন্মোচিত করতে হবে। প্রকৃত জ্ঞান দানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতার উন্নয়নের দিকেও জোর দেয়ার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথির সহধর্মিণী হিতৈষী সদস্য বেগম মাহমুধা ভূইয়া, উপাধক্ষ্য শাহ্ আলম ভূইয়া।

বরকোটা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিনের স্বাগত বক্তব্যে ওরিয়েন্টেশন সভা শুরু হয় বেলা ১১টায়। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ের অধ্যাপক মোঃ কামাল উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ট দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খাঁন, মডেল থানার ওসি রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।  পরে দু’টি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশন করা হয়।

আর পড়তে পারেন