শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ঘটনায় আজ ইকবালসহ ৪ আসামিকে আদালতে তোলা হবে

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় ধর্মীয় সহিংসতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ ৪ আসামিকে আজ আদালতে তোলা হবে।

বুধবার (৪ নভেম্বর) সকালে এ তথ্য জানায় সিআইডি। দু’দফায় ১২ দিন রিমান্ড শেষে আসামিদের আদালতে নেওয়া হবে।

জানা গেছে, গত ২৩ অক্টোবর কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইকবালসহ অভিযুক্ত ৪ জনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে ২য় দফায় গত ২৯ অক্টোবর আদালত আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর নগরীর নানুয়ারদীঘিরপাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া জেলার সদর দক্ষিণ ও দাউদকান্দির দুটি মণ্ডপে হামলা হয়। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। পরে গত ২১ অক্টোবর ইকবালকে কক্সবাজার সৈকত থেকে গ্রেপ্তার করা হয়।

আর পড়তে পারেন