সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় যুবলীগ নেতাকে আটক করে ২ মামলার আসামি করলেন পুলিশ !

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৫, ২০২৪
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৭(চান্দিনা) সংসদীয় আসনে নির্বাচন পরবর্তী সহিংসতা, গ্রেফতার-মামলা ও হয়রানি চলছেই। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্তাকিম আশরাফ টিটুর পক্ষে কাজ করা আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়মিত হয়রানি-নির্যাতন ধারাবাহিকভাবে চলছে।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে  নিজ বাড়ি থেকে শুহিলপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নাছির উদ্দিন সরকারকে আটক করে নিয়ে যায় থানা পুলিশ। তাকে পূর্বের দুটি পেন্ডিং মামলায় অজ্ঞাত আসামির তালিকায় আসামি করে আদালতে প্রেরণ করে থানা পুলিশ। নাছির উদ্দিন শুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ছোট ভাই।

নাছির উদ্দিনের পরিবার জানায়, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় আমাদের পরিবারের উপর হামলা-হুমকি চলছে। অনেকবার পুলিশ আসছে। আজ নাছিরকে পুলিশ কোন কারণ ছাড়াই ধরে নিয়ে গেছে। তার নামে কোন মামলা, অভিযোগ নেই। অভিযোগ একটাই-কেন টিটুর পক্ষে নির্বাচনে কাজ করলো।

এ বিষয়ে বুধবার রাত সাড়ে ১০ টায় চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সনজুর মোরশেদ জানান, সে স্যারের (এমপি ডা: প্রাণ গোপাল) বিরুদ্ধে অনেক  অশোভন কথা বলেছে। তাই আটক করে থানায় আনা হয়েছে।

সংসদ সদস্য ডা: প্রাণ গোপালের বিরুদ্ধে কথা বলায় তাকে আটক করা হলেও আজ (বৃহস্পতিবার) তাকে পুর্বের দুটি মামলায় আসামি করে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

 

আর পড়তে পারেন