সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তৃতীয় দিনে চার ঘণ্টায় পৌনে দুই কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২০, ২০২৩
news-image

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তৃতীয় দিনের মতো সোমবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলছে। এরই মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩৩৫টি ফরম বিক্রি হয়েছে। যাতে দলটির আয় হয়েছে প্রায় পৌনে দুই কোটি টাকা।

এসময়ের মধ্যে ঢাকা বিভাগে ৫৫টি, চট্টগ্রামে ৮২টি, সিলেটে ১৫টি, ময়মনসিংহে ২৯টি, বরিশালে ৪০টি, খুলনায় ৪৫টি, রাজশাহীতে ২৯টি এবং রংপুর বিভাগে ৪০টি ফরম বিক্রি হয়।

এছাড়া বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত অনলাইনে মোট ৫৮টি ফরম বিক্রি হয়। এতে করে অনলাইনে বিক্রি হয় মোট ২৯ লাখ টাকার ফরম।

এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রথমদিনেই এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এতে আয় হয় পাঁচ কোটি ৩৭ লাখ টাকা।

মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম চলবে ২১ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

আর পড়তে পারেন