শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার হারংয়ে নৌকার কর্মীদের হামলায় ঈগল প্রতিকের ৪ কর্মী আহত , গাড়ি ভাংচুর ও গুলিবর্ষণ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২২, ২০২৩
news-image

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনে  হারং এলাকায়  ঈগল প্রতিকের প্রার্থী মুন্তাকিম আশরাফ টিটুর কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।  নৌকা প্রতিকের প্রার্থী ডা. প্রাণ গোপালের কর্মীরা এ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পৌর মেয়রের ছেলে তানিমের গাড়ি ভাংচুর করে এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।

হামলায় হারং এর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুলসহ ৪/৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) ঈগলের প্রচারণায় যাওয়ার সময়  নৌকার নেতাকর্মীরা লাঠি-দা-ছেনি নিয়ে এ হামলা করে। এ সময় গাড়ি ভাংচুর ও কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে নৌকার কর্মীরা। হামলার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করেন।

আহত কাউন্সিলর নাজমুল জানান, আমরা ঈগল প্রতিকের প্রচারণায় যাওয়ার সময় চারদিক থেকে হামলা করে। হামলাকারিদের মধ্যে এখানকার জসিম, সোহাগ, রাসেল, সুমন, কামালকে আমরা চিনতে পেরেছি। আমাদের পিটিয়ে তারা আহত করেছেন। এ যদি হয় নির্বাচনের পরিবেশ তাহলে কিভাবে সুষ্ঠু  নির্বাচন হবে।

এ বিষয়ে জানতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।

 

আর পড়তে পারেন