সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় অধ্যক্ষের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৯, ২০২২
news-image

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূইয়ার উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

গত শনিবার দুপুরে ওই কলেজের প্রধান ফটকের সামনে ওই মানববন্ধন হয়। এসময় অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়ার উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণ করেন কলেজের উপাধ্যক্ষ মো. আবু হানিফ ভূইঁয়া, সহকারী অধ্যাপক সঞ্জীব রঞ্জন ভৌমিক, ড. উত্তম কুমার মজুমদার, দিলরুবা আক্তার, মো. গিয়াস উদ্দিন ভূইয়া, মো. আনোয়ার হোসেন ভূঞা, প্রভাষক শামিমা সুলতানা, খাতুন-ই-জান্নাত, মো. আলাউদ্দিন, মো. রুহুল আমিন, মো. নূর মোহাম্মদ সরকার, মো. কাউসার আলম, মো. সাইফুর রহমান, গোলাম ছাদেক সাঈদী, প্রদর্শক মো. মোশাররফ হোসেন ভূইয়া প্রমুখ।

কলেজ অধ্যক্ষের উপর সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাগ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

প্রসঙ্গত, গত বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় এর অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইঁয়ার উপর হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। ওই ঘটনায় তিন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করে পরে ছেড়ে দেয় চান্দিনা থানা পুলিশ।

আর পড়তে পারেন