বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় কচুরিপানায় আটকে থাকা হাঁস বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৮, ২০২১
news-image

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় পুকুরের কচুরিপানায় আটকে থাকা হাঁস বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফজর আলী (৭০) নামের এক বৃদ্ধ।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌঁনে ১২টায় চান্দিনা পূর্ব বাজারের মুন্সিবাড়ি পুকুরে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফজর আলী চান্দিনার মহারং গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। তিনি চান্দিনা বাজারে রিক্সা-সাইকেল গ্যারেজে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়- পূর্ব বাজারের মুন্সিবাড়ি সংলগ্ন পুকুরটিতে কচুরিপানায় ভর্তি। বৃহস্পতিবার বিকাল থেকে একটি হাঁস মধ্য পুকুরের কচুরিপানা ও লতার সাথে আটকে ছিল। শুক্রবার জুম্মার নামাজ আদায় করার আগে গোসল করতে গিয়ে ওই হাঁসটি বাঁচাতে মধ্যপুকুরে যান ওই বৃদ্ধ। এসময় তিনিও লতায় আটকে ডুবে যান। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে চান্দিনা ফায়ার সার্ভিস এসে ওই বৃদ্ধকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান- আমাদের কাছে খবর আসার মাত্র ১০ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থল থেকে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেই। ততক্ষণে ওই বৃদ্ধেও মৃত্যু হয়।

আর পড়তে পারেন