শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে মাহফিল হলেও বক্তব্য রাখতে পারবেন না মিজানুর রহমান আজাহারি, জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা জারি

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১২, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা বুড়িচংয়ে মাহফিল হলেও বক্তব্য রাখতে পারবেন না ডাঃ মিজানুর রহমান আজাহারি। পুলিশের  প্রতিবেদনের পর জেলা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং আহলে সুন্নাত ওয়াল জামাত, বুড়িচং শাখা ডাঃ মিজানুর রহমান আজাহারির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ায় সংঘর্ষ এবং আইনশৃংখলা পরিস্থিতির অবনতির আশংকায় জেলা গোয়েন্দা পুলিশের রিপোর্ট অনুযায়ী জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেন। তিনি বক্তব্য দিতে না পারলেও মাহফিল যথাসময়ে হবে।

আজ ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপিনাথপুর অধ্যক্ষ ইউনুছ এমপি বাড়ি গেইট সংলগ্নের মাঠে বাদ যোহর হইতে তিনি তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করার কথা ছিল।

কে জি এস যুব ফোরামের উদ্যোগে পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব অধ্যক্ষ মো: ইউনুছ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার।

এ ছাড়ও মাওলানা শাইখুল ইসলাম শাইখসহ দেশবরেণ্য আলেমগণ বক্তব্য রাখার কথা।

 

আর পড়তে পারেন