শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ঘর পোড়ানোর মামলায় ইউনিয়ন আ’লীগ সভাপতি কারাগারে

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৮, ২০২১
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ঘর পোড়ানোর মামলায় মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জামাল উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা আদালতের সিনিয়র জুডিশয়াল ম্যাজিস্ট্রেট ইফরানুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামাল উদ্দিন কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা।

বাদী পক্ষের আইনজীবি এড. শাহজালাল মিঞা শিপন জানান, ২০১৭ সালে জামাল উদ্দিন এর নেতৃত্বে পানিপাড়া গ্রামের সুলতান মিয়া নামের এক ব্যক্তির গৃহে অগ্নি সংযোগ করে তার সমর্থিত নেতা-কর্মীরা। ওই ঘটনায় সুলতান মিয়ার স্ত্রী রাফিয়া বেগম বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলাটি পিবিআই তদন্ত করে জামাল উদ্দিনকে ঘটনার সাথে জড়িত মর্মে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

মঙ্গলবার সকালে জামাল উদ্দিন বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আর পড়তে পারেন