শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় জনপ্রতিনিধিসহ পেশাজীবীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৪, ২০২২
news-image

 

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনা উপজেলার সকল জনপ্রনিধি, বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লায় নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় হয়।

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কাবিরুল ইসলাম, চান্দিনা পৌরসভার মেয়র আলহাজ্ব মো.শওকত হোসেন ভূইয়া, চান্দিনা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাফিয়া আকতার।

সভায় চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা মজুমদার এর সঞ্চালনায় মুক্তিযোদ্ধাদের পক্ষে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন খাঁন, প্রশাসনিক কর্মকর্তাদের পক্ষে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক ময়েদুজ্জামান, সাংবাদিকদের পক্ষে মাসুমুর রহমান মাসুদ, চেয়ারম্যানদের পক্ষে ইঞ্জি. আব্দুল আউয়াল, মো. সুমন ভূইয়া, শিক্ষকদের পক্ষে এমদাদুল হক।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার জ্যোতি, মো. ফরিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আর পড়তে পারেন