বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৬, ২০২০
news-image

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
কুমিল্লার চান্দিনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষে চান্দিনা বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন চান্দিনা থানা পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে চান্দিনা পৌর সুপার মার্কেটের তৃতীয় তলায় চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ওই সভা হয়। সভা শেষে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ কমিউনিটি পুলিশিং এর সভাও অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক ছিলেন- চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মো. আবুল ফয়সল। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার মেয়র ও চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম।

চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া’র সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানার এসআই ডালিম মজুমদার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালনা বোর্ড সভাপতি প্রফেসর হেদায়েত উল্লাহ্, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, পৌরসভার কাউন্সিলর মো. দুলাল মিয়া, মো. জয়নাল আবেদীন জনু, চান্দিনা বাজার ইজারাদার মো. আলী হোসেন, ব্যবসায়ী নেতা মো. জসিমুজ্জামান ভূইয়া, বাদল কর, মো. আবু তাহের মুন্সী, মো. সেলিম মিয়া প্রমুখ। কমিউনিটি পুলিশিং এর সভায় চান্দিনা বাজার কমিটিউনিটি পুলিশিং অঞ্চল-১ এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে চান্দিনা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন