শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইতিহাসে এমন বর্বরতম ঘটনা আর নেই-জাতীয় জেল হত্যা দিবসে ডা. প্রাণ গোপাল

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩, ২০১৭
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
প্রধামন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল বলেছেন, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর বিশ্বের এক কলঙ্কিত অধ্যায়ে রচিত হয়েছে। বিশ্বের ইতিহাসে এমন বর্বরতম ঘটনায় পৃথিবীতে দ্বিতীয় আর ঘটেনি’।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইলে নেতা-কর্মীদের নিয়ে জাতীয় জেল হত্যা দিবসে নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ এর সাবেক ভিসি ও স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা ওই চিকিৎসক আরও বলেন, ১৫ আগষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যাসহ ৩ নভেম্বর কেন্দ্রিয় কারাগারের ভিতরে জাতীয় চার নেতাকে হত্যা করে বাঙ্গালী জাতিকে মেধা শূন্য করার অপচেষ্টা করতে চেয়েছিল দেশদ্রোহী বাহিনী। জাতীয় এতো নেতাকে হত্যা করেও এ জাতিকে দমিয়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে।
ডা. প্রাণ গোপাল আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগকে পুন:নির্বাচিত করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। নেত্রী যদি আমাকে নৌকার প্রতীক উপহার দিয়ে চান্দিনায় পাঠান তাহলে, চিকিৎসা সেবার পাশাপাশি চান্দিনার সর্বস্তরের জনগণের সেবা করে যেতে চাই।
উপজেলা যুবলীগ সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পানি উন্নয়ন বোর্ড সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমিন সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু তাহের ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আবুল বাসার, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম রুহুল আমিন, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন আজাদ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার, কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল স্পেশাল পিপি এড. শাহজালাল মিঞা শিপন, চান্দিনা উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা নাছির উদ্দিন দুলাল, উপজেলা ওলামালীগ সভাপতি মাও. নজির আহমেদ, শিক্ষক সমিতি সাবেক সভাপতি খলিলুর রহমান মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রিয় যুবলীগ নেতা মুজিবুর রহমান ও উপজেলা কৃষকলীগ সাবেক সভাপতি জামসেদ আহমেদ।

আর পড়তে পারেন