শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ‘অসহায় ফাউন্ডেশন’-এর উদ্যোগে মাদ্রাসা ছাত্রদের মাঝে পোশাক বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৭, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে অসহায় ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার উজিরপুর ইউনিয়নের কালিকৃষ্ণনগর পশ্চিমপাড়া তারতিলুল কুরআন নূরানী মাদ্রাসায় ৩৮ জন অসহায় শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবী-পায়জামা বিতরণ করা হয়।

সোমবার (৭ জুন) সকালে সংগঠনটির ৮৬ তম উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ মোস্তফা কামাল, মোঃ সানা উল্লাহ, তাহসিফ খন্দকার তৌসিফ, মাস্টার মো: আব্দুল হান্নান, হাবিব আপন, আবু ইউছুফ নয়ন, রাশেদুল আলম, মাদ্রাসার পরিচালক নাজমুল হাসান মুরাদ, শিক্ষক বেলায়েত হোসেন, মোঃ ফরহাদ, ডাঃ মমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, খলিল মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলায় সুন্দর সুশীল সমাজ গড়ার লক্ষ্যে গরীব ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করছে ‘অসহায় ফাউন্ডেশন’ নামের সামাজিক সংগঠন। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত অর্থ দিয়ে গরীব মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে সংগঠনটি গত ৫ বছর ধরে জনকল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছে।

এরমধ্যে গত ৫ বছরে স্বাভলম্বী প্রজেক্টের আওতায় ৩৮টি পরিবারকে নগদ ১৩ লক্ষ টাকা, ২০ জন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য ৪ লক্ষ টাকা, অসহায় ৪টি পরিবারকে সম্পূর্ণ নতুন ৪ টি ঘর নির্মাণ, ২০০ জন ছাত্রকে শিক্ষা উপকরণ, ৯ টি মসজিদ নির্মানে সহায়তা, ২০ টি মাদ্রাসায় ৫ লক্ষ টাকা মুল্যের ইফতার সামগ্রী, ১২ জন মেয়েকে বিয়ে দেয়ার জন্য আর্থিক সহায়তা ও ৩ জন প্রতিবন্ধী মানুষকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

এছাড়াও রোহিঙ্গাদের দুর্যোগ মুহূর্তে প্রশাসনের মাধ্যমে আর্থিক সহায়তা, দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে অত্যন্ত গুরুত্বের সাথে সামাাজিক দায়িত্বগুলো পালন করছে অসহায় ফাউন্ডেশন সংগঠন।