মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় নানা অভিযোগ থাকার পরেও ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত !

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৩, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি পদে আলোচনায় থাকা মোঃ তারেকের হাসানের বিরুদ্ধে ক্যাসিনো, জুয়া ও মাদক ব্যবসায় জড়িত থাকার কথা উল্লেখ করে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বরাবর ৯ ডিসেম্বর লিখিত অভিযোগ করেছে চান্দিনা উপজেলা তাতী লীগের সভাপতি আব্দুল হালিম মেম্বার। এর পরদিনই তারেক হাসানকে ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

অনুলিপি দেয়া হয়েছে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি বরাবর ।

স্থানীয় সূত্র জানায়, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারেক হাসানের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে লিখছেন বিভিন্ন জন। অনেকে যুবলীগের সভাপতির পদ থেকে তাকে বহিষ্কারের দাবিও করছেন। আবার কেউ কেউ তার জুয়া খেলার, ধুমপান করার ছবি ফেসবুকে আপলোড করছেন।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু জানান, একটা লিখিত অভিযোগ পেয়েছি। তারেক হাসানকে সভাপতি করা হয়েছে কি না জানি না। আমাদের কাছে নতুন কমিটির এমন কোন কাগজপত্র আসেনি। আমরা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছি। সাংগাঠনিক নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে তারেক হাসানের কোন মন্তব্য পাওয়া যায়নি।

আর পড়তে পারেন