শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩১, ২০১৭
news-image

 

চান্দিনা সংবাদদাতাঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় নিখোঁজের ২ দিন পর ইয়াসমিন আক্তার নামে সাড়ে ৪ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার জোয়াগ ইউনিয়নের আমলকি গ্রামের এক বাগান থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু ইয়াসমিন একই ইউনিয়নের কৈলাইন গ্রামের নির্মাণ শ্রমিক ইয়াসিন হোসেন এর মেয়ে।

নিহতের মা হাসিনা বেগম জানান, বুধবার বিকাল ৪টার পর থেকে আমার বড় মেয়ে ইয়াসমিনকে খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান না পেয়ে থানায় অবহিত করি। আজ স্থানীয় কয়েকজন যুবক আমাদের বাড়ি সংলগ্ন হাসান মিয়ার বাগানে তার মরদেহ দেখে আমাদের জানায়।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মহিদুল ইসলামসহ চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা জানান, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের পিতা ইয়াসিন হোসেন বাদী হয়ে মামলা দায়ের করছেন।

আর পড়তে পারেন