শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২২, ২০২০
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় ও দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কাঠেরপুল এলাকায় বাস চাপায় মোটরসাইকেল চালক ও দুপুর ১২টায় চান্দিনার লনাই গ্রামের ট্রাক্টর চাপায় নাঈম (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত মোটরসাইকেল চালক কামাল মজুমদার (৩৫) এশিয়া এজেন্ট ব্যাংক কুমিল্লা জেলার ম্যানেজার। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা গ্রামের বাসিন্দা। নিহত শিশু নাঈম চান্দিনা বরকরইট ইউনিয়নের লনাই গ্রামের সফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়- মহাসড়কের কাঠেরপুল এলাকার ইউটার্ণে হঠাৎ ঘুরতে গেলে কুমিল্লা থেকে ছেড়ে আসা সততা পরিবহনের সামনে পরে। চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিসহ খাদে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে। মারাত্মক আহাতাবস্থায় কামাল মজুমদারকে চান্দিনার একটি প্রাইভেট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম মজুমদার শিপন জানান- মাটিবাহী ট্রাক্টর উঠে চলন্ত ট্রাক্টর থেকে লাফ দিলে মাথায় আঘাত পেয়ে মারা যায় শিশু নাঈম।

আর পড়তে পারেন