শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় পৌর আওয়ামীলীগের মাস ব্যাপী কর্মসূচি উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৮
news-image

 

মো. শরীফুল ইসলাম, চান্দিনা :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোকাবহ আগস্টে মাস ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে চান্দিনা পৌর আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন। এ উপলক্ষ্যে বুধবার (১ আগস্ট) বিকেলে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন- প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। প্রতিদিন কোরআন তিলাওয়াত, মিলাদ-মাহফিল ও দোয়া এবং কাঙ্গালী ভোজের কার্যক্রম চলবে দলীয় কার্যালয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক মো. এনায়েত উল্লাহ্ ভূইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান দুলু মাস্টার, পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহিম, মো. সুরুজ ভূইয়া কাউন্সিলর, চান্দিনা পৌর ছাত্রলীগ সভাপতি মো. মোজাম্মেল হক।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ, চান্দিনা বাজার বণিক সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভূইয়া, বরকইট ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহসিন ভূইয়া, পৌর কাউন্সিলর নাছরিন আক্তার, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু মুছা জনি, যুবলীগ নেতা মিজানুর রহমান, মো. মনির হোসেন প্রমুখ।

আর পড়তে পারেন