মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় মাহি ডিজিটাল ফিজিওথেরাপি সেন্টারের কার্যক্রম শুরু

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩০, ২০১৯
news-image

চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় মাহি ডিজিটাল ফিজিওথেরাপি রিহেবিলিটেশন এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সেন্টারটির কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি।

উদ্বোধনী অনুষ্ঠানে সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোসাম্মৎ মর্জিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, ডা. মো. গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে দোল্লাই নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌরসভার কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদ, মো. আবদুর রব, মো. সুরুজ ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম, ডা. মোসাম্মৎ আমেনা আক্তার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি প্রমুখ।

আর পড়তে পারেন