বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ৭ দফা দাবীতে শিক্ষকদের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৯, ২০১৯
news-image

চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় সমযোগ্যতা সম্পন্ন অন্যান্য পেশাজীবির মতো প্রাথমিকে সহকারি শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল নির্ধারণসহ ৭ দফা দাবীতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

প্রাথমিক শিক্ষকদের উন্নীত গ্রেডের বেতন প্রস্তাব অর্থ মন্ত্রনালয় কর্তৃক নাকচ করায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আহবানে দেশব্যাপী উপজেলা পর্যায়ে কর্মসূচির অংশ হিসেবে চান্দিনা উপজেলাতেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষকদের বিভিন্ন সংগঠন একাত্ম হয়ে ওই কর্মসূচীতে অংশ নেয়।
মানববন্ধনে প্রধান বক্তার বক্তৃতায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক কমল বক্সী বলেন, শিক্ষা বান্ধব বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর তনয়া বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রতি মোতাবেক প্রাথমিক শিক্ষকদের গ্রেড উন্নয়নের দাবী নিয়ে আজ শত শত শিক্ষকদের আদলে আমরা মানববন্ধনে অংশ নিয়েছি। তিনি অতিশীঘ্রই আমাদের যৌক্তিক দাবীগুলো মেনে নিয়ে শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন রাখবেন।

সংগঠনটির উপজেলা সভাপতি মো. কাউছারুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপজেলা সভাপতি কামাল উদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার দে, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মামুন রাসেল, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, সংস্কৃতি সম্পাদক পাপড়ি দত্ত, শিক্ষা সম্পাদক ওয়াহিদুজ্জামান, মিডিয়া সম্পাদক শরীফুল ইসলাম, সদস্য সেলিনা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন- শিক্ষক নেতা আতাউর রহমান সরকার, উম্মে হানি, জেসমিন আক্তার, আনোয়ার হোসেন, আবুল কাউছার, সুমা বণিক, ছফিউল্লাহ, ফখরুল আলম, কামাল হোসেন, শিশির মজুমদার, দেবব্রত ভৌমিক, শেফালী বেগম, নারায়ণ দাস, আব্দুল মতিন, কামরুজ্জামান, গোলাম সাদেক, নজরুল ইসলাম, জেডএ আকতারুজ্জামান, আব্দুল হান্নান, মিজানুর রহমান প্রমুখ।

আর পড়তে পারেন