শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ব্যবসায়ীকে গুলি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৭, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মেয়েদের উত্ত্যক্ত করতে নিষেধ করায় গাজী ইকবাল হোসেন ইমন নামে এক ব্যবসায়ীকে গুলিতে আহত করেছে বেলাল হোসেন নামে এক যুবক।

মঙ্গলবার দুপুরে পুলিশ বেলালকে আটক করেছে। তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কাকৈরখোলা গ্রামের মৃত মমতাজ উদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে আসা- যাওয়ার পথে মেয়েদের উত্ত্যক্ত করতো বখাটে বেলাল হোসেন (২৪)। উত্ত্যক্ত করতে নিষেধ করে কাকৈরখোলা গ্রামের গাজী দুলাল মিয়ার পুত্র ও চৌধুরী বাজারের ফল ব্যবসায়ী গাজী ইকবাল হোসেন ইমন। এতে ক্ষীপ্ত হয়ে সোমবার রাতে ইমন বাড়ি ফেরার পথে কাকৈরখোলা স্কুল এলাকায় ওঁৎপেতে থাকা বেলাল হোসেন তাকে গুলি করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে বেলাল হোসেন পালিয়ে যায়। পরে আহত ইমনকে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল বলেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই পুলিশ বেলালকে আটক করেছে।

আর পড়তে পারেন