সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে কবুলিয়ত দলিল প্রাপ্তির ৮ বছর পরেও জমি পাননি ভূমিহীন বাচ্চু-জাকিয়া দম্পতি

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৫, ২০২৩
news-image

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সরকার কর্তৃক ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত ৪ শতক জমিনের কবুলিয়ত দলিল (নং-৩০১৩/১৪-১৫) প্রাপ্তির দীর্ঘ ৮ বছর অতিক্রান্ত হওয়ার পরও সুবিধাভোগি ভূমিহীন বাচ্চু কবিরাজ ও তার স্ত্রী জাকিয়া বেগম বুঝে পাননি তাদের জন্য বরাদ্দকৃত সে জায়গা। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ইশানচন্দ্রনগর গ্রামে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করার ৯ মাস পরেও তিনি এখনো বুঝে পাননি বরাদ্দকৃত সে জায়গা। প্রতিকারের আশায় এখনো সরকারি বিভিন্ন দফতরের দ্বারে দ্বারে পাগলের মতই ছুটে বেড়াচ্ছেন তিনি। এ সংক্রান্ত নথি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দায় এড়িয়ে নির্ভার রয়েছে উপজেলা ভূমি অফিস।

ভূমি অফিসে দায়েরকৃত আবেদন সূত্রে জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ইশানচন্দ্রনগর গ্রামের মৃত ছেলামত উল্লাহর ছেলে বাচ্চু মিয়া কবিরাজ ও তার স্ত্রী জাকিয়া বেগমের ভূমিহীন হিসেবে খাস জমি প্রাপ্তির লক্ষ্যে ২০১৪ সালে পৃথক দু’টি আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ভূমিহীনদের চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভূক্তি করে সংশ্লিষ্ট দফতর। পরে সরকারি নির্দেশনা অনুযায়ী ২০১৪-২০১৫ অর্থ বছরে উল্লেখিত ভূমিহীন দম্পতিকে একই কবুলিয়ত দলিলের মাধ্যমে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শুভপুর (বাবুচি) মৌজায় ১নং খাস খতিয়ানের ২৩নং দাগে ৪ শতক জমি বরাদ্দ দেয় কুমিল্লা ডিসি অফিস। যার দলিল নং ৩০১৩ ও বন্দোবস্ত কেস নং-২৪/২০১৪-২০১৫। আইনী প্রক্রিয়া ও দলিল সম্পাদক শেষে তৎকালীন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্যান্য সুবিধাভোগি ভূমিহীনদের পাশাপাশি বাচ্চু-জাকিয়া দম্পতির হাতে কবুলিয়ত দলিল ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন। দলিল বুঝিয়ে দিলেও বদলীজনিত কারণে তড়িগড়ি করে অন্য কর্মস্থলে চলে যাওয়ায় তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) তাদেরকে সরেজমিনে জায়গাটি বুঝিয়ে দিতে পারেননি। এরপর ভুক্তভোগি বাচ্চু মিয়া কবিরাজ উপজেলা ভূমি অফিসের বারান্দায় ঘুরে ঘুরে হয়রান হয়ে গেলেও অদ্যবদি তারা সে জমিটি বুঝে পাননি। বরাদ্দকৃত জমিটি বুঝে পেতে ভুক্তভোগি বাচ্চু কবিরাজ বর্তমান সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল বরাবর গত ০৫.০২.২০২৩ ইং তারিখে একটি লিখিত আবেদন করেন। আবেদনের মেয়াদ ৯ মাস পার হলেও এবিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা ভূমি অফিস। একপর্যায়ে ভূক্তভোগি বাচ্চু কবিরাজ বিষয়টি ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে জানালে তারা তাকে সাংবাদিকদের স্মরণাপন্ন হতে বলেন। পরে তিনি সকল ডকুমেন্ট সহ সাংবাদিকদের বিষয়টি জানান। সাংবাদিকরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পালকে সরাসরি বিষয়টি জানালে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন মর্মে তাদেরকে আশ^স্ত করেন।

ভুক্তভোগি বাচ্চু মিয়া কবিরাজ জানান, ‘আমি গরীব মানুষ। গাড়ীতে গাড়ীতে বনাজি ঔষধ বিক্রি করে সংসার চালাই। যাচাই-বাছাই শেষে ভূমিহীন হিসেবে সরকার আমার ও আমার স্ত্রীর নামে ঘোলপাশা ইউনিয়নের শুভপুর (বাবুচি) মৌজায় ৪ শতক জমি বরাদ্দ দেয়। দলিলপত্র বুঝে পেয়েছি ৮ বছর হলো। এখনো জায়গা বুঝে না পাওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। ইউনিয়ন পরিষদ অফিস, ভূমি অফিস সহ বিভিন্ন জায়গায় ঘুরে আমি ক্লান্ত হয়ে গেছি। মেম্বার, চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। কার কাছে গেলে জমি বুঝে পাবো বুঝতে পারছিনা।’

এ বিষয়ে উল্লেখিত জমির বর্তমান ভোগদখলকারী ঘোলপাশা ইউনিয়নের বাবুচি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু মিয়া জানান, ‘দেশ স্বাধীনের পরে আনুমানিক ১৯৮০ সালের দিকে আমি এ জায়গা বন্দোবস্ত করে আনার পর এখন পর্যন্ত ভোগদখলে আছি। সরকার কাউকে নতুন করে এ জমি বরাদ্দ দিয়েছে কিনা আমি জানিনা। এ ব্যাপারে সরকার আমাকে কখনো কোনো নোটিশ দেয়নি।’

এ ব্যাপারে ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন বলেন, ‘আমার কাছে এ বিষয়ে বাচ্চু কবিরাজ কোনো সহযোগিতা চায়নি। যেহেতু এটা সরকারী খাস খতিয়ানের জমি, উপজেলা ভূমি অফিস এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারে। সে চাইলে তাকে সহযোগিতা করা হবে।’

চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল বলেন, ‘উনার সাথে আমি কথা বলেছি। উনি যে কবুলিয়তটা পেয়েছেন, প্রায় ১০ বছর হয়ে গেছে। অনেকদিন পূরনো তো। নথিটা রেকর্ডরুম থেকে বের করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, ‘ভুক্তভোগিকে বলেন সরাসরি গিয়ে এসিল্যান্ডকে জানাতে। তাহলে এসিল্যান্ড-নায়েব সহ গিয়ে জায়গাটি বুঝিয়ে দিবে।’

আর পড়তে পারেন